চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র পক্ষ থেকে কুরআন শরীফ ও ফুলেল ভালবাসায় বিদায় দিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খালিদ হাসান’ স্যার কে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খালিদ হাসান স্যারে’র কর্মের প্রতি ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তিনি কোন ক্ষমতার দম্ভ দেখাননি। চিরিরবন্দর উপজেলা’র সাধারণ মানুষে’র জন্য তার কার্যালয় ছিল উন্মুক্ত, যে কোনো শ্রেণী পেশার মানুষে’র কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন। সাধ্যমত নিয়মে’র মধ্যে থেকে সমাধানে’র চেষ্টা করতেন।
জাতীয় দিবসগুলি অত্যন্ত দক্ষতার সহিত পালন করে ছিলেন। উপজেলা’র চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র সকল সদস্যদে’র হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়ে ছিলেন।” তিনি আর কেউ নন চিরিরবন্দরে’র বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খালিদ হাসান স্যার।
উক্ত কুরআন শরীফ ও ফুলেল ভালোবাসা’র বিদায় বেলা’য় উপস্থিত ছিলেন চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র যুগ্ম -সাধারণ সম্পাদক: মোঃ শাকিল ইকবাল (সুমন সরকার), যুগ্ম-সাধারণ সম্পাদক: অনিক অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোছাঃ খুরশীদা ইসলাম (খুশী), সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহারিয়া সরকার, তথ্যপ্রযুক্তি সম্পাদক: মোঃ রায়হান কবির, সহ-প্রচার সম্পাদক: চঞ্চল রায়, মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ আফিয়া তাজনিম অনন্যা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক:মালিহা ইকবাল পূর্বা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক: মোঃ নাসিম আক্তার নিশাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: নিপুণ জন রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র সদস্য মোঃ মোস্তাকুল ইসলাম রাব্বি, মোঃ আল- মাহী সরকার, মোঃ নূর সরকার, মোঃ মাহাফুজ ইসলাম সহ আরো অনেকেই।
চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র সকল সদস্যে’র অশ্রুসিক্তে কুরআন শরীফ ও ফুলে’ল ভালোবাসায় বিদায় দিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খালিদ হাসান। শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চত্বরের ভিতরে পুকুর পারে তার উদ্যোগে তৈরি বাগান পরিদর্শন করতে নিয়ে যায় এসোসিয়েশনে’র সকল সদস্য’কে।
আরও পড়ুন:- ইতিহাসের সাক্ষী নয়াবাদ মসজিদ
For more update join “Dinajpur News- -দিনাজপুর খবর ” Facebook Group and follow “Dinajpur Today” Facebook Page. Thank You.