দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিহাস । মানসম্মত, যুগোপযোগী শিক্ষা বিস্তারের লক্ষ্যে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাসমূহের স্থানীয় অধিক্ষেত্রভুক্ত এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ২০০৬ সালের ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর স্থাপিত হয়। ২০০৯ খ্রিষ্টাব্দে প্রথম এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষাবোর্ডের কার্যক্রম, অর্ডিন্যান্স অনুযায়ী গঠিত বোর্ডের বিভিন্ন কমিটি এবং অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম চেয়ারম্যান মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
শুরুতে কর্মচারীগণ দিনহাজিরা ভিত্তিতে কাজ শুরু করলেও পরবর্তীতে তাদেরকে চাকরিতে নিয়োগ/নিয়মিতকরণের মাধ্যমে স্থায়ীকরণ করা হয়েছে এবং পরবর্তীতে শূন্য পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হয়েছে। বর্তমানে বিভিন্ন পদে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ১০০ জন কর্মচারী এবং ১৮ জন কর্মকর্তা অত্র শিক্ষা বোর্ডে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে কম্পিউটার কেন্দ্রের জন্য ১০জন কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি হয়েছে। ফলে জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত অত্র শিক্ষা বোর্ডের কার্যক্রম বিভিন্ন ভাড়া বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে শিক্ষা বোর্ডের নিজস্ব ভবনে (উত্তর গোবিন্দপুর, সদর, দিনাজপুর) কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা বোর্ডের নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ৩ একর জমি অধিগ্রহণ করা হয় এবং ২০১৩ খ্রিস্টাব্দ থেকে প্রশাসনিক ভবন নির্মাণসহ শিক্ষা বোর্ডের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ ২০১৯ খ্রিস্টাব্দে সুসম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর ২০১৩ খ্রি. তারিখে ৮তলা প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ১৫/০৪/২০১৮ খ্রি. তারিখে ৮তলা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন। প্রকল্পের কাজ ১০০% (শতভাগ) বাস্তবায়নের ফলে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা বোর্ডে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়েছে। মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ এবং মানব উন্নয়ন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনিক কার্যক্রম, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ও ফলাফল প্রকাশসহ এ সম্পর্কিত সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়ন সমন্বিত নতুন ক্যাম্পাসে সম্ভব হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মেয়াদকালে শিক্ষা বোর্ডের আর্থিক স্বচ্ছলতা অর্জিত হয়েছে। ভৌত অবকাঠামো নির্মাণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ, উন্নয়ন কার্যক্রম পরিচালনাসহ সকল ব্যয় শিক্ষা বোর্ডের নিজস্ব তহবিল থেকে নির্বাহ করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ প্রণয়নের ফলে প্রতিষ্ঠানসমূহে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, কলেজ/বিদ্যালয় ব্যবস্থাপনায় উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হয়েছে। কর্মচারী চাকরি প্রবিধানমালা (খসড়া) প্রণয়ন করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন হলে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আরও সুচারুরূপে পরিচালনা করা সম্ভবপর হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিম্নমাধ্যমিক বিদ্যালয়-৬৩৪টি, মাধ্যমিক বিদ্যালয়- ২৭৬৩টি, স্কুল এন্ড কলেজ-২২৭টি ও কলেজ-৪৫৬টি সহ মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪০৮০ টি।
আরও পড়ুন:- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
For more update join “Dinajpur News- -দিনাজপুর খবর ” Facebook Group and follow “Dinajpur Today” Facebook Page. Thank You.