দিনাজপুর জেলার শিক্ষার ইতিহাস

দিনাজপুর জেলার শিক্ষার ইতিহাস

দিনাজপুর জেলা শিক্ষার প্রগতি

দিনাজপুর জেলার শিক্ষার ইতিহাস । প্রাচীনকাল থেকে দিনাজপুর জেলা রাজনৈতিকঅর্থনৈতিক ও সামাজিক এবং শিক্ষার দিক থেকে অন্যান্য অঞ্চলের তুলনায় অনুন্নত। বরেন্দ্র ভূমির উত্তর-পশ্চিম প্রান্তে দিনাজপুর আবহমান কাল থেকে অখন্ড জনপদ হিসেবে অবস্থিত। 

হিন্দু আমলে দিনাজপুরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা খুব তথ্য পাই। দিনাজপুরের ব্রাক্ষণদের শিক্ষা ক্ষেত্রে কোন বাধা না থাকলেও স্থানীয় আদিবাসীদের অতি নিম্নবর্নের মনে করায় এখানে বিরাট জনগোষ্ঠী বহুকাল প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ছিল। 

নবাবী আমলে প্রাথমিক বাংলা শিক্ষা দেওয়া হতো গ্রামীন পাঠশালা সমূহে আর সংস্কৃত প্রথম পাঠ দেওয়া হতো চতুষ্পাঠীতে। দিনাজপুরে চতুষ্পাঠীকে চৌপারী বলা হতো। বাংলার মুসলিম রাজত্বের প্রথম দিকে সার্বজনিন শিক্ষার বাহন হিসেবে মসজিদের পর পর মক্তবের অস্তিত্বের কথা জানা যায়

ব্রিটিশ শাসনামলে বেঙ্গল স্কুল পরিদর্শক রিপোর্ট-১৮৭৩ হতে দেখা যায় যেদিনাজপুর জেলায় একটি উচ্চ মাধ্যমিক ৩০টি মাধ্যমিক ৩৭৬টি প্রাইমারী ০৩টি বালিকা বিদ্যালয়সহ মোট ৪১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানা যায়যা তৎকালীন রাজশাহী শিক্ষা সার্কেলের মধ্যে সর্ববৃহৎ। 

১৭৬৫ সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানী লাভের প্রায় ১০০ বছর পর ১৮৫৪ সালে দিনাজপুরে প্রথম ইংরেজী বিদ্যালয় (দিনাজপুর জিলা স্কুল) প্রতিষ্ঠা হয় দিনাজপুরের রাজা তারকনাথের প্রদত্ত এক বিল্ডিং এ। ১৮৫৬ সালে এটি সরকারী বিদ্যালয়ে পরিনত করা হয়। 

৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ০৪টি বিদ্যালয়ে ইংরেজী পড়ানো হতো এবং বাকী ২৬টি ছিল মাধ্যমিক ভার্নাকিউলার স্কুল। যার মধ্যে ০৭টি ছিল সরকারী স্কুল১৭টি অনুদান প্রাপ্ত এবং ০২টি অনুদান প্রাপ্ত নাইট স্কুল। তৎকালীন সময়ে ০৩টি বালিকা স্কুল ছিল বলে জানা যায়। 

দিনাজপুর শহরে অবস্থিত বালিকা স্কুলটি ১৮৬৯ সালে স্থাপিত হয় এবং ১৯৬১ সালে সরকারী বালিকা স্কুলে পরিনত হয়দিনাজপুর জেলার তৎকালীন সময়ে অন্যান্য স্কুল সমূহের মধ্যে রয়েছে কেরি মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয় (১৭৯৯)দিনাজপুর পৌরসভা স্কুল (বাংলা স্কুল)দিনাজপুর জুবিলী হাই স্কুল,সারদেশ্বরী বালিকা বিদ্যালয় (১৯২৭)সুজাপুর হাই স্কুল(১৯১৯)রাজারামপুর হাই স্কুল(১৯১০)। 

বর্তমানে দিনাজপুর জেলার ১৩টি থানায় ১৪৪টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়৫১৮টি মাধ্যমিক বিদ্যালয়১৭টি স্কুল ও কলেজ৫৭টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা২৩০টি দাখিল মাদ্রাসা৩৫টি আলিম মাদ্রাসা৪১টি ফাজিল মাদ্রাসা০৭টি কামিল মাদ্রাসা৮১টি কলেজসহ ২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে ০১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়০১টি মেডিকেল কলেজ০১টি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট০১টি শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট

আরও পড়ুন:- দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিহাস

For more update join “Dinajpur News- -দিনাজপুর খবর ” Facebook Group and follow “Dinajpur Today” Facebook Page. Thank You.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *