সম্প্রতি বাংলাদেশে চালু হতে যাওয়া স্টারলিংক ইন্টারনেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ লেখালেখি হচ্ছে। অনেকের মনে প্রশ্ন এই সিস্টেমের পেছনের খরচ বিবেচনায় বাংলাদেশের মার্কেটে স্টারলিংক টিকে থাকতে পারবে কিনা।
এই প্রশ্নের উত্তর খোজার আগে আপনাকে বাংলাদেশে নেটওয়ার্ক প্রাইজিং কিভাবে হয় সেটা জানতে হবে।
বাংলাদেশে লোকাল isp রা iig থেকে প্রতি mbps ব্যান্ডউইথ প্রায় ৪৫০ টাকা দরে কিনে থাকে।ন্যাশনওয়াইড isp দের ক্ষেত্রে দাম কিছুটা কম হয়। তাহলে ১ম প্রশ্ন,আমরা এত কম দামে 20mbps/30mbps প্যাকেজ ব্যাবহার করি কিভাবে?
- হোম প্যাকেজঃ
আমরা অল্প দামে যে ব্যান্ডউইথ কিনি সেটা মূলত হোম শেয়ারড প্যাকেজ।অল্প দামে দেয়া হয় বলে একই ব্যান্ডউইথ অনেকগুলো লাইনে দেয়া হয়।ফলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নেটওয়ার্কে নানারকম অসুবিধার সম্মুখীন হই।
- কর্পোরেট প্যাকেজঃ
এবার আসি কর্পোরেট প্যাকেজগুলোতে।এখানে কিন্ত হোম প্যাকেজের মতো শেয়ার্ড ব্যান্ডউইথ এর বদলে ডেডিকেটেড ব্যান্ডউইথ দেয়া হয়।এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সাথে সার্ভিস প্রোভাইডারদের লিখিত চুক্তি/deal হয়।এই কর্পোরেট ডিলগুলোতে প্রতি mbps ইন্টারনেটের দাম পড়ে নূন্যতম ৩০০টাকা। এভারেজে ৫০০টাকা পর্যন্ত হয়(isp ভেদে)
অর্থাৎ কর্পোরেট ডিলগুলোতে প্রতি মাসে ১০০ mbps ব্যান্ডউইথ এর নূন্যতম দাম পড়বে প্রায় (100×300)=30000 (ত্রিশ হাজার) টাকা এবং সর্বোচ্চ (100×500)=50000(পঞ্চাশ হাজার) টাকা
- স্টারলিংক কি লাভজনকঃ
এবার স্টারলিংকের দাম নিয়ে আলোচনা করি। আমেরিকায় 100mbps এর দাম প্রায় 110$ ধরা হয়েছে।বাংলাদেশে যেটার দাম পড়বে প্রায় ১৫ হাজারের মতো।কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০-৫০ হাজার টাকার হিউজ এমাউন্ট বাদ দিয়ে ১৫-২০ হাজার টাকার প্যাকেজ নেয়া খুবই লাভজনক।
তাছাড়া সাধারণ জনগনের জন্য btrc এর সাথে আলোচনা করে দাম নির্ধারণ করবে starlink কোম্পানি। বাংলাদেশে সাধারণ জনগণের জন্য ফলপ্রসূ না হলেও কর্পোরেট দুনিয়ার জন্য starlink হবে অন্যতম সাশ্রয়ী সমাধান।
আরও পড়ুন:- দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিহাস
For more update join “Dinajpur News- -দিনাজপুর খবর ” Facebook Group and follow “Dinajpur Today” Facebook Page. Thank You.